Help Poor people to Donate Here

রাজশাহী ও রংপুর বিভাগে রোববার বিএনপির সকাল সন্ধ্যা হরতাল

রাজশাহী প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী ২১ এপ্রিল রোববার রাজশাহী ও রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডাক দিয়েছে বিএনপি। তবে ওই দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ সংবাদ সম্মেলনে এ হরতাল আহ্বান করেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। এ ছাড়াও ২০ এপ্রিল রাজশাহী-রংপুর বিভাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণাও দেয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হবীব দুলুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments

Please do not inter any spam

Powered by Blogger.